Home পাহাড়িকা নানিয়ারচর উপজেলাতে উন্নয়ন মেলা উদযাপিত

নানিয়ারচর উপজেলাতে উন্নয়ন মেলা উদযাপিত

SHARE
সারা দেশের মত নানিয়ারচর উপজেলাতে আড়ম্বর পরিবেশে উন্নয়ন মেলা ১৮ইং উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১০.০০ঘটিকায় উপজেলা পরিষদের মাঠে মেলার উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,শক্তিমান চাকমা।

এসময়ের প্রশাসন প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ আল মামুন তালুকদারের নেতৃত্বে সকল দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, পুলিশ প্রশাসন,আনসার বাহিনী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় মোট ৩৫টি স্টল অংশ নেয়।

তিন দিন ব্যাপী এই মেলার আজ ছিল প্রথম দিন। মেলায় বর্তমান সরকারের সকল সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরে স্টলের কর্মীরা।