Home পাহাড়িকা রাঙ্গামাটির আসামবস্তি থেকে শুভমঙ্গল চাকমাকে গ্রেফতার

রাঙ্গামাটির আসামবস্তি থেকে শুভমঙ্গল চাকমাকে গ্রেফতার

SHARE

আজ শুক্রবার সকালে রাঙ্গামাটি শহরের আসামবস্তি এলাকা থেকে শুভমঙ্গল চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান। রাঙ্গামাটি কোতয়ালি থানার এক পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে সকালের দিকে শহরের আসামবস্তি এলাকা থেকে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ও গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আওয়ামী লীগ নেতাদের ওপর হামলার অভিযোগে পাঁচজন পাহাড়ি যুবককে আটক করে পুলিশ।