Home জাতীয় আগামী ২ বছরের মধ্যেই ডিএনডির জলাবদ্ধতা নিরসন হবে : পানি সম্পদ মন্ত্রী

আগামী ২ বছরের মধ্যেই ডিএনডির জলাবদ্ধতা নিরসন হবে : পানি সম্পদ মন্ত্রী

SHARE

আগামী ২ বছরের মধ্যেই ডিএনডি’র জলাবদ্ধতার অবসান হবে আশা প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের জলাবদ্ধতা নিষ্কাশনের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডির মেঘা প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, আবু হোসেন বাবলা এমপি, সানজিদা খানম এমপিসহ প্রকল্প কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
পানি সম্পদ মন্ত্রণালয় ডিএনডির ভেতরে পানি নিষ্কাশনের পাম্প স্থাপন ও খালগুলো সংস্কার-উদ্ধার করার কথা জানিয়ে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ডিএনডি এলাকায় ড্রেন ও স্যুয়ারেজের পানির জন্য সিটি করপোরেশন ও এলজিইডি কাজ করবে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, ‘ডিএনডির প্রকল্প অনুমোদন ও কাজ শুরুর কারণে প্রধানমন্ত্রীর কাছে নারায়ণগঞ্জবাসী কৃতজ্ঞ। ৫৫৮ কোটি ২০ লাখ টাকার প্রকল্প হলেও এজন্য যদি আরো টাকার প্রয়োজন হয় সে টাকাও সরকার ব্যবস্থা করবে।