Home আন্তর্জাতিক দিঘায় ধরা পড়ল দৈত্যাকার মাছ, হল নিলাম, দাম শুনে অবাক হবেন না

দিঘায় ধরা পড়ল দৈত্যাকার মাছ, হল নিলাম, দাম শুনে অবাক হবেন না

SHARE

দিঘায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের একটি মাছ। সম্প্রতি সেই মাছ বিক্রি হয়েছে ৭ লক্ষ ৬০ হাজার টাকায়।

জানা গিয়েছে, বুধবার সকালে মন্দারমণির কালিন্দির বাসিন্দা শেখ জাকির হোসেন বেঁউদি মাছটি ধরেন। ধরা পড়া মাছটি তেলিয়া ভোলা (শংকর প্রজাতির) মাছ। দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে মাছটি বিক্রি হয়েছে।

লম্বায় প্রায় পাঁচ ফুটের মাছটির ওজন প্রায় ৪০ কেজি। মৎসজীবীরা জানান, এই ধরনের মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে। কিন্তু প্রজননের জন্য উপকূলে এসে ধরা পড়ে মাছটি। নিলামের জন্য বাজারে আনার পরেই সেটির দরদাম শুরু হয়।

বেলা ১২টা নাগাদ মাছটির দাম ওঠে ১৯ হাজার টাকা। ৪০ কেজি ওজনের মাছের দাম শেষপর্যন্ত দাঁড়ায় ৭ লক্ষ ৬০ হাজার টাকা! মাছটি কেনে এমআরএফটি সংস্থার দেবাশিস জানা।

প্রসঙ্গত, এর আগেও এ ধরনের বড় মাছ উঠেছে দিঘাতে। তবে এবারে মাছের সাইজ ও ওজন বেশি হওয়ায় দামও মিলেছে বেশি। এ ধরনের মাছের দাম বেশি হয় এর পটকার জন্য। কারণ এই মাছের পটকায় জীবনদায়ী মূল্যবান ক্যাপসিউলের খোল তৈরি হয়।