Home বিনোদন পাঁচ’শ টাকা দিলেই নাচ দেখায় ভাবনা!

পাঁচ’শ টাকা দিলেই নাচ দেখায় ভাবনা!

SHARE

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে অভিনয় করার বদৌলতে বড় পর্দায়ও এখন তিনি বেশ পরিচিতি। অভিনয়টা বেশ জমিয়েই করেন তিনি। পাশাপাশি পারদর্শী নাচেও।

সন্তানের গুণ মায়েদেরকেই বেশি আনন্দিত করে তোলে। আর তাই ভাবনার কাছে নাচ দেখার বায়না করে বসেন মা রেহানা হাবিব। সোমবার ফেসবুকে মেয়ের নাচের একটি ভিডিও পোস্ট করে এমনটা জানিয়েছেন ভাবনার মা নিজেই।

ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি এভাবেই মাঝে মাঝে ভাবনাকে জোর করি আমাকে নাচ দেখাতে। ছোটবেলায় বলার সঙ্গে সঙ্গেই নেচে দেখাতো। কিন্তু এখন পাঁচশ টাকার লোভ দেখালে একটু দেখায়’।